ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ ‘খেলবে টাইগার,জিতবে টাইগার’শুনবার ভয় দেখিয়ে সব নিয়ে পালাল ছিনতাইকারী!

‘খেলবে টাইগার,জিতবে টাইগার’শুনবার ভয় দেখিয়ে সব নিয়ে পালাল ছিনতাইকারী!

পৃথিবীজুড়ে ক্রিয়ামোদীদের ভেতরে এখন চলছে ক্রিকেট ঝড়। হুট কর উঠা এই ঝড় ক্রিকেট দুনিয়াকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। ক্রিকেট উত্তাপে মাতোয়ারা পুরো দুনিয়া।

বাংলাদেশ ও এই উত্তাপে পুড়ছে।তার কারণটা যে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে বেশ আঁটসাঁট ভাবেই। পঞ্চপাণ্ডব শআর এটি নিয়ে বাঙলার ক্রিকেট প্রেমীদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে!

ইংরেজদের ক্রিকেট এখন আর মাঠে নেই।ভাইরাসের মতো ক্রিকেট তার ডালপালা মাঠ থেকে ছড়িয়ে দিয়েছে খাটে। ক্রিকেটের ঢেউ স্টেডিয়াম থেকে পৌঁছেছে কর্পোরেটের ইডিয়ামে।

তার ফলাফল ক্রিকেট নিয়ে চটকদার বিজ্ঞাপন।ক্রিকেটকে পুঁজি করে তারা ফেঁদেছে নানান ব্যবসা। আষাঢ়ে গল্প আর বানোয়াট বাস্তবতা সব মিলিয়ে আবেগের ব্লেন্ডারে জুস বানিয়ে খাওয়াচ্ছে আবেগ পাগল এই বাঙালি জাতিকে।

বেশ কয়েকদিন ধরে লাইফবয়’ কোম্পানির একটি বিজ্ঞাপন হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। যার মোদ্দা কথাটাই নিয়ে বানানো হচ্ছে ট্রোল আর মিম। যে কথাটা নিয়ে কথা আর সমালোচনা সে কথাটি হচ্ছে ‘খেলবে টাইগার জিতবে টাইগার’।

যা শুনতে শুনতে কান তব্দা হয়ে গিয়েছে অনেকের।এই বিজ্ঞাপনের কারনে ত্যাক্ত বিরক্ত হয়ে আস্ত টিভি ই ভেঙ্গে ফেলেছেন কেউ কেউ! কেউ তো আবার বাড়িঘর ছেড়ে পালিয়েছেন এই বিজ্ঞাপনের হাত থেকে বাঁচতে। তবুও রক্ষ্যে হয় নি অনেকের যমদূতের মতো ঝাপ্টে ধরেছে বিজ্ঞাপনের ভূত।

এবার যেন এরকম ই একটা ঘটনার সাক্ষ্য হলো বাংলাদেশ।‘খেলবে টাইগার জিতবে টাইগার’ বিজ্ঞাপনের ভয় দেখিয়ে সবকিছু নিয়ে পালাল ছিনতাইকারী। গতকাল সন্ধ্যায় এই ঘটনা টি ঘটে।

ভুক্তভোগী জানান, ভাই আমি কাল শপিং করে বাসায় ফিরতেছিলাম। এমুন সময় একজন পিছন পিছন এসে বললো ওই যা আছে সব দিয়া দে। আমি জোর গলায় বললাম না দিলে কি করবেন?

ছিনতাইকারী দাত কামড়াতে কামড়াতে বললো, কি করমু দেখতে চাস? বলেই পকেটের ফোন করে দেখ( বিজ্ঞাপন দেখিয়ে) এটা ছেড়ে দিবো। বলেই তিনি বিজ্ঞাপনটি ছেড়ে দেওয়ার ভয় দেখান। আমি বলি, থাউক ভাই আর কইতে হইবো না এই নেন সব নিয়া যান। সব তার হাতে তুলে আমি কোনমতে জান নিয়ে পলায়া আসি।

You may also like...