বাণিজ্যমেলা থেকে চাদর কিনে ঘরে এসে দেখলেন লুঙ্গি ! ভেঙ্গে পরেছেন ইসমাইল




বাসার চাদর নষ্ট হয়ে গেছে। নানান জায়গায় ছোপ ছোপ দাগ। মেহমান আসলে খাটে বসতে চায় না। অবহেলা করে। ফলে লোকসমাজের সামনে অসম্মানিত হয় ইসমাইল। তাই নতুন চাদর কেনার স্বপ্ন নিয়ে বাণিজ্যমেলায় যান তিনি। কিন্তু কে জানত বাণিজ্যমেলাই তার গুহার প্রবেশদার এভাবে বড় করে দিবে !



বাণিজ্যমেলা থেকে চাদর কিনে প্রতারিত হয়েছেন মিরপুরের ইসমাইল। আজ সকালে রাজধানীর আগারগাও বাণিজ্যমেলায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে বিছানার চাদর কিনে হাসিখুশি মনে ঘরে ফিরেন ওই যুবক। কিন্তু বাসায় ঢুকে ব্যাগ খুলে খাটের উপর বিছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি চাদরের টাকায় লুঙ্গি কিনে এনেছেন। সেলাই খুলেও ওই কাপড়ের টুকরাটি দিয়ে বিছানার একাংশ আবৃত করা যায়নি।

এ ঘটনায় তিনি মুষড়ে পরেছেন।


You may also like...