ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ বরিস জনসনকে বেতনের টাকা ছাড়াই সংসার চালানো শেখাতে ব্রিটেন যাচ্ছেন ১ হাজার সরকারী কর্মকর্তা!

বরিস জনসনকে বেতনের টাকা ছাড়াই সংসার চালানো শেখাতে ব্রিটেন যাচ্ছেন ১ হাজার সরকারী কর্মকর্তা!



সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এমন সংবাদে এই কয়েকদিনে চাউর ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায়,

প্রধানমন্ত্রী হিসেবে যে বেতন পান তা খুবই কম। পোষায় না, ঠিকমতো চলে না সংসার। আর তাই পদত্যাগের কথা ভাবছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ফলাও করে এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, বরিস মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন খুব কম।

এই বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। অথচ গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে তিনি বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। তাই আগামী বসন্তেই পদত্যাগ করার কথা ভাবছেন তিনি।

এমনটাই দাবি করেছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কিছু এমপির। এ খবর প্রকাশ হয়েছে দ্য মিরর ও দ্য মেট্রো।

খবরে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার সহকর্মীদের কাছে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ গত বছর প্রধানমন্ত্রী হওয়ার আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন দুই লাখ ৭৫ হাজার পাউন্ড।



 

এদিকে বরিস জনসনকে বেতনের টাকা ছাড়া সংসার চালানো শিখাতে  ব্রিটেন ভ্রমন যাচ্ছেন ১ হাজার সরকারী কর্মকর্তা।তারা বিদেশ ভ্রমন করতে উৎসাহ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন,বরিস ভাই খুব বোকা! আজকাল এমন লোক হয় নাকি?? আমাদের দেখেন !! আমরা সংসার চালাই অথচ বেতনের এক টাকাও খরচ হয় না!! এটা কিভাবে সম্ভব??

তারপর তিনি গান ধরতে ধরতে বলেন,বাবা তোমার দরবারে সব পাগলের খেলা!! হরেক রকম পাগল দিয়া মিলাইসো মেলা!!

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সামনের মাসে  তারা বরিস জনসনকে এই পদ্ধতি শেখাতে বিদেশ ভ্রমন করছেন।

 

শুনুনঃ বেঙ্গলি সার্কাজমে প্রকাশিত খবর বিশ্বাস তো দূরে থাক অবিশ্বাস করার ও কোন প্রশ্নেই আসে না। এখানে প্রকাশিত সকল আর্টিকেল শুধুই কেবল বিনোদোনের উদ্দ্যেশ্যে। তাই যা শুনবেন নিজ দায়িত্বে পড়বেন!


You may also like...