ফ্রান্সের পন্য বয়কটের সিদ্ধান্ত তুলে না নিলে রাজপথে নামার হুমকি ধোলাইখাল ও জিঞ্জিরার ব্যাবসায়ীদের
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বয়কট ফ্রান্স নামে ফ্রান্সের সব পন্যকে বর্জনের ডাক তোলা হয়েছে ফেইসবুকে।ইতোমধ্যে তা চাউর হয়েছে বেশ ভালো করেই । সাম্প্রতিক প্রফেট মোহাম্মদ (সাঃ) ব্যাঙ্গচিত্র আকা হয়েছে আর তাকে কেন্দ্র করে তীব্র ঘৃনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে।
ফ্রান্সের সরকারি বিভিন্ন সংস্থার দেয়ালে শার্লি এবদোর সেই বিতর্কিত ১২টি কার্টুন প্রদর্শন করা হচ্ছে। দেশটির সরকার এবং কয়েকটি গণমাধ্যমের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
ফ্রান্সের কয়েকটি ভবনের সামনে এবং সরকারের সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে সম্পৃক্ত করা এবং নবী মুহাম্মদকে অপমানজনক প্রচারণার সমালোচনা করেছে সংস্থাটি।
সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননার ঘটনায় বিশ্বজুড়ে ফরাসী পণ্য বর্জনে হ্যাশ ট্যাগ (#BoycottFrenceProducts) ব্যবহৃত হচ্ছে। সেই ডাকে সাড়া দিয়ে ফরাসী পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে কুয়েত। এ প্রতিবাদে অংশ নিয়েছেহন বাংলাদেশি ব্যবহারকারীরাও।
এদিকে ফ্রান্সের পন্য বয়কট করায় বিপদে পড়ে গেছেন পুরাতন ঢাকার ধোলাইখাল ও জিঞ্জিরার ব্যাবসায়ীরা । করোনা ও মানবিক কারনে তারা এই বয়কট দ্রুতই তুলে নিতে অনুরোধ করেছেন।
তুলে না নিলে জিঞ্জিরা ও ধোলাইখাল ব্যাবসায়ী ঐক্যজোট রাজপথে নামার হুমকি দিয়েছেন।
ক্যামেরায় নাম ও ছবি না প্রকাশ করার না শর্তে ব্যাবসায়ী আবুল কাসেম ভিডিও ক্লিপ পাঠিয়ে বলেন, ধুর মিয়া আপনেরা এইসব কি শুরু করলেন!! কন তো!!
ক্যান ভাই!!
-ফেরাঞ্চের মাল আয়ে নাকি?? সব তো আমগোর দেশের মাল।আমরা নিজের হাতে বানায়া গুডাউনে ঢুকাই আর এখন আপনারা এই গুলান রে গার্নিয়ার আর লো রেল মাল রে ফরেইন বানাইয়া দিলেন!!
আমরা তো না খাইয়া মারা যামু। বউ পুলাপান লইয়া মাঠে মারা যাউন লাগবো ভাই বলে তিনি হু হু করে কেদে উঠেন