বাংলাদেশ জিতে যাওয়ায় রাতে ম্যাককলামকে বাসায় ঢুকতে দিচ্ছে না তার আম্মু!



বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩২১ রান বাংলাদেশ পেরিয়ে যায় ৫১ বল হাতে রেখে। সাকিব করেছেন ১২৪ রান, লিটন ৯৪। চতুর্থ উইকেটে দুজনের ছিল ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

কখনো কখনো দীর্ঘ লাফ দিতে একটু ঝুঁকে কুঁজো হতে হয়। শরীরটাকে গুটিয়ে নিতে হয়। ধনুক থেকে ছুটে বেরিয়ে যেতে তিরটাকেও একটু পিছু হটতে হয়। গত দুই ম্যাচে সেই দমটা নিয়ে বাংলাদেশ আবারও লং জাম্প দিল যেন। শপাং করে বেরিয়ে গেল তিরের ফলা হয়ে।



দুর্দান্ত বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারল উইন্ডিজ। তাও কেমন জয়? ৩২২ রানের লক্ষ্য। এ বিশ্বকাপে কোনো দল আড়াই শ তাড়া করে জেতেনি এখনো।

তিন শ ছাড়ানো স্কোর মানেই জয়ের নিশ্চয়তা। সে ম্যাচে বাংলাদেশের ৪০তম ওভার যখন শেষ হলো, তখন স্কোরবোর্ডে লেখা ৩০৫! ৬০ বলে ১৭ রান দরকার বাংলাদেশের। সেটা ৫১ বল হাতে রেখেই কাজ সারল বাংলাদেশ। দাপুটে জয়? না, উপমাটি কম হয়ে যাচ্ছে আজ।- প্রথম আলো

কিন্তু আজ বাংলাদেশ জিতে যাওয়ায় বেশ বিপদে পড়ে গেছেন ব্রেন্ডন ম্যাককলাম। তার মা বাসায় ঢুকতে দিচ্ছে না। উল্টাপাল্টা গণনা র।

বিশ্বকাপের আগে ম্যাককলাম জানিয়েছিল বাংলাদেশ মাত্র ১ টি ম্যাচ জিতবে। তাও সেটি শ্রী-লংকার সাথে। কিন্তু আজ ৭ ঊইকেটে হারানোর পর ছেলেকে আর বিশ্বাস করতে পারছেন না তার মা।


 



এই জন্যেই গেটের বাইরে তালা মেরে রাখেন। বাসায় ঢুকতে দিচ্ছেন না।

ম্যাককলাম কাঁদোকাঁদো গলায় জানান, আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে যাওয়ায় আম্মু রাতে আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। গেইট তালা মেরে রেখেছে।এতো রাতে কোথায় যাবো।কি বিপদে পড়লাম!

কেন যে প্রেডিকশন করতে গেছিলাম।আমি কি জানতাম যে এভাবে ধরা পড়ে যাবো?



You may also like...