নির্বাচনে হেরে যাওয়ায় দু:খে নিজের চুল ছোট করে ফেললেন আলোচিত ডেইজি আপা!





নির্বাচনে হেরে যাওয়ায় দু:খে নিজের চুল ছোট করে ফেললেন আলোচিত ডেইজি আপা!

ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ডেইজি সারোয়ারঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার পরাজিত হয়েছেন।

জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু ৬০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেইজি সারোয়ার পেয়েছেন ২০৯১ ভোট।




শনিবার রাতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এই ফলাফল ঘোষণা করেন।

পরে জানা যায় নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষোভে নিজের চুল ছুটে করে ফেলেছেন। যদিও ঘটনাটি তিনি অস্বীকার করেছেন।

বিশেষ দ্রষ্টব্য [বেঙ্গলি সারকাজম এই তথ্য ও খবর পুরোপুরি মিথ্যা এবং বানায়োট। তাই এটা বিশ্বাস তো করবেন ই না অবিশ্বাস করার ও প্রশ্নেই আসে না ]



You may also like...