স্টলে লোক ভাড়া করে এনে বইমেলায় নিজের বই বিক্রির ভান করছেন বরিশালের বিশিষ্ট লেখক!
নিজের বই এক কপি ও বিক্রি হচ্ছে না। প্রকাশের সামনে নিজের মাথা কাটা যাচ্ছে। তাই লজ্জা থেকে বাচতে স্টলে লোক ভাড়া করে আনছেন বরিশালের বিশিষ্ট লেখক।এমন সংবাদে হইচই পড়ে গেছে নেট দুনিয়া।
এই বই মেলায় স্ব-উদ্যাগে নিজের পকেটের টাকা খরচ করে বই ছাপিয়েছেন বরিশালের বিশিষ্ট কবি লুঙ্গি কাশেম।এবারের বইমেলায় নিজের একমাত্র কবিতার বই ‘যেতে চাইলে যাও তবে রিকশা করে যাও’ বইটি প্রকাশ পেয়েছে বেঙ্গলি সারকাজম প্রকাশনী থেকে।
‘যেতে চাইলে যাও, তবে রিকসা করে যাও’ কবিতার বই সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদের বলেন। এই বইটি আসলে গভীর প্রেমের বই হলেও এখানে প্রেম,দারিদ্রতা,ওবিশ্ব সংসার, রাজনীতি, অর্থনীতি নিয়ে মোট ১৩ টি কবিতা আছে। যা সবই আধুনিক সংকট নিয়ে লিখা।
তারপর তিনি তার বইয়ের একটা কবিতা আমাদের আবৃতি করে শোনান,‘
যেতে চাইলে যাও, তবে রিকশা করে যাও
যেতে চাইলে যাও,তবে আমাকে কিছু টাকা দিয়ে যাও
খেতে চাইলে খাও,তবে আমাকে দিয়ে খাও
কোবির তিন লাইন আবৃত্তি করার পর আমাদের সংবাদ সংগ্রাহক নিজের কানে নিজে চেপে ধরায় তিনি পরের পক্তি শুনতে পান নি।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই বইয়ের কোন ক্রেতা না থাকলেও তিনি লোক ভাড়া করে এনে নিজের স্টলের সামনে এনে তাদের জড়ো করেন। পরে তাদের হাতে তাদের কবিতার বই তুলে দেন।
তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে হলে তিনি এই তথ্যটি সম্পর্ণ বানোয়াট মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দেন। আমাদের জানান তার বইটি এই বইমেলায় বেস্ট সেলার উপাধি পেয়েছে।