বাবার বিয়ে খেতে না পারায় কেঁদে উঠল শিশু।বাবা কথা দিলেন আবার বিয়ে খাওয়ানোর!

বাবার বিয়ে খেতে না পারায় কেঁদে উঠল শিশু।বাবা কথা দিলেন আবার বিয়ে খাওয়ানোর!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও র ১৪ মিনিট ৩৪ সেকেন্ড জুড়ে ছিল শিশুর কান্না।

শিশুর ইনিয়ে বিনিয়ে এমন কান্নার ভিডিওতে জমেছে শয়ে শয়ে লাইক, কমেন্ট আর হাজার টা শেয়ার। শেয়ার হবে না কেন? ভিডিও টা যে ছিল শেয়ার করার মতোই উপাদান।

মানুষ হেসে খেলে তাই শেয়ার দিয়েছেন। ভিডিওর শিশুটি বারবার আব্বু-আম্মুর বিয়ে খাবো। আমি বিয়ে খাবো করে কাঁদতে কাঁদতে মাতিয়ে ছিল ফেইসবুক হোমপেইজ স্কিন। এটা দেখে ফেইসবুকবাসী মজায় হামলে নিয়েছে ভিডিওটি।

এদিকে এ ঘটনায় ছেলের বাবা অবাক। সাধারণ এই ভিডিও ভাইরাল হবার পর তার শিশু পুত্র সেলিব্রেটি বনে যাওয়ায় ব্যাপক খুশি তিনি।

খুশিতে ফেইসবুক লাইভে এসে পুত্রের জন্যে তিনি আবার বিয়ে করবেন বলে জানান। পুত্র প্রথম বিয়ে খেতে পারেন নি দারুন মন ও খারাপ করেন তিনি। কিন্তু পুত্রর আশা পূরণ করতে আরেকবার বিয়ের পিড়িতে বসবেন বলে পতিশ্রুতি দেন।

শিশুর পিতার এই খবরে খোদ শিশু খুশি হলেও তেলে বেগুনে জ্বলে উঠে তার মা। দাড়াও বিয়ের শখ মিটাচ্ছি বলে তিনি জুতা,স্যান্ডল, খুন্তি, বেলন-কাঠি সহ নানান অস্ত্র নিক্ষেপ করা শুরু করেন বাবার দিকে।

শিশুটির নাদান পিতা ঘর থেকে কোন মতে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন।

Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...