৫০ ওভার নয় ৭১ ওভারে ক্রিকেট আর ৯ বলে ওভার চায় বাংলাদেশের চেতনাবাজরা!
জার্সিতে লাল রং না থাকায় সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরিবর্তন করতে হয়েছে।আসন্ন ২০১৯ বিশ্বকাপের আসর (৩০ মে থেকে ইংল্যান্ডে) বসতে যাচ্ছে এটাকে সামনে রেখে করা হয় নতুন জার্সির ডিজাইন। বিশ্বকাপ ১৯ কে সামনে রেখে সবুজ এবং লাল রঙের দুটি হোম এবং এওয়ে জার্সি নিয়ে বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড)কড়া সমালোচনার মুখে পড়ে।
বাংলাদেশের চেতনাবাজরা সবুজ রঙের জার্সি কে পাকিস্তান ক্রিকেট দলের জার্সির সাথে তুলনা করে করতে থাকে নানান ব্যাঙ্গ বিদ্রুপ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সয়লাব হয়ে যায় জার্সি নিয়ে সেসব ট্রোল আর ব্যাঙ্গ বিদ্রুপের নানান ছবি। সবুজ জার্সিতে কেন লাল রঙ নেই। তাছাড়া এই সবুজ জার্সি পাকিস্তানের জার্সির সাথে মিল রেখেই বানানো হয়েছে এমন খবর ও ছড়িয়ে পড়ে খুব দ্রুতই।তাদের এমন চাপের মুখে পড়েই পাল্টাতে হয় বাংলাদেশ দলের জার্সি।
দেশপ্রেমী এমন চেতনাবাজরা এবার তুলেছে আরেক দাবী।তাদের দাবী ক্রিকেট খেলা হলে হবে ৭১ ওভারে। কোন মতেই তা ৫০ ওভারে নয়।কারন ৫০ ওভারে পাকিস্তান খেলে।পাকিস্তানের সাথে কোন মতেই মিল রেখে ক্রিকেট খেলা যাবে না।
এছাড়া তাদের যুক্তি ক্রিকেট আমাদের কাছে যুদ্ধের মতোন।সেই যুদ্ধ কোন ক্রমেই ৫০ ওভারে হতে পারবে না। যুদ্ধ হবে ৭১ ওভারে। তাই ক্রিকেট খেলা হলে ৭১ ওভারে নিতে হবে। তাছাড়া ৬ বলে ওভার নয়।এখন থেকে ওভার হবে ৯ বলে।
৯ বলে কেন ওভার? এমন যুক্তির পেছনে তাদের উত্তর কারন আমরা নয়মাস যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। তাই এটার পরিবর্তন করতে হবে।
বাচদ(বাংলাদেশ চেতনাবাদী দল) এর মুখপাত্র জানান,চেতনা আমাদের সম্পদ।চেতনা ছাড়া জাতি মূল্যহীন।তাই আমরা সরকারকে চাপ দিয়ে জার্সি তে লাল রঙ ফিরিয়ে এনেছি। এবার দরকার হলে আইসিসি কে চাপ দিয়ে ৭১ ওভারে ক্রিকেট চালু করবো।তবুও রাজপথ ছাড়বো না।
৭১ ওভারে ক্রিকেট আয়োজন না করলে বিশ্বকাপ বর্জনের হুমকিও দেন বাচদের নেতারা।