“লুঙী পড়ে টিউশানি তে যেতে চাই” তীব্র আন্দোলনের ডাক দিয়েছে বাংলার ছাত্র সমাজ!

“তীব্র গরমে অবস্থা চরমে” টিভি চ্যানেল বিজ্ঞাপন নির্মাতাদের ভাষায় গরম। গরমের চোটে দেশবাসী কাহিল। এই গরমে সবচেয়ে বেশী বিপর্যস্ত ব্যাচেলার সমাজ। তীব্র গরমে দিক বেদিক অবস্থায় ছুটোছুটি করছে। কেউ কেউ আবার লুকিয়ে ঢুকে পড়ছে শপিং মল কিংবা রেস্তোরায়।তাদের উদ্দেশ্য একটাই! একটু এসির ঠান্ডা বাতাস। এসির বাতাসের জন্যে তাদের জান যায় যায় অবস্থা।

অনেকে আবার শপিং মলে জায়গা না পেয়ে এটিএম বুথে ভীড় করছে। কার্ড না থাকা সত্ত্বেও ভুয়া টাকা উত্তোলন কারী সেজে তারা বাতাস খাবার জন্যে ফায়দা লুটছে এটিএম বুথ গুলোতে। তাদের জ্বালাতনে আসল গ্রাহকরা বিপদে পড়ে গেছেন। তারা টাকা তুলতে পারছেন না।

এদিকে আবার তারা তুলেছে আরেক দাবী।লুঙ্গী পড়েই তারা টিউশনি তে যেতে চায়। প্যান্ট আর পায়জামা পড়ে তারা ব্যবহার করতে চায় না। প্যান্টের চিপা চুপা ঘেমে গিয়ে ছাত্রের সামনে বিপদে পড়ে যেতে হয়। ফলে নানারকম সমস্যা হলে মুখ বুঝেই সয়ে যেতে হয়।

বাংলাদেশ টিউশন মিডিয়া( বাটম) এর মুখপাত্র জানান, এই তীব্র গরমে আর টিকতে পারছি না।তাই আমাদের দাবী আমরা লুঙি পড়েই টিউশনিতে যেতে চাই। এইজন্যে হাইকোর্টে রিট করেছি। মাননীয় হাইকোর্ট কি বলে দেখি?

টিউটর নেতা জানান তাদের দাবি না মানলে তারা অনশনে শুরু করবে।দরকার হলে তারা খালি গায়ে টেকনাফ থেকে তেতুলিয়া চক্কর দিবে।তবুও টিউশনিতে লুঙগী প্রতিষ্ঠা করেই ছাড়বে।

তোপের মুখে অভিভাবক সমাজের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেন নি।ছাত্রের পরীক্ষা বলে ফোন কেটে দেন।

You may also like...