মা বেসন বলেছে ছেলে বাসায় বেনসন নিয়ে আসায় ঝাড়ু দিয়ে আচ্ছামতো পেটালেন মা!



ছবিঃ ইন্টারনেট



ফেইসবুকে কয়েকদিন ধরে ট্রোল এর ঝড় বইছে। বেসন না বেনসন। ট্রোলের এমন ঝড়ে লণ্ডভণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

এবার রাজধানীর উত্তরায় ঘটেছে এই ঘটনাটির হুবহু পুনরাবৃত্তি। জানা যায়, বিকেলের ইফতারি বানানোর জন্যে বেসন প্রয়োজন। ছেলেকে বারবার ফোন দেওয়া হলে ও ছেলে ফোন রিসিভ করে নি। তাই মা বাধ্য হয়ে ফোনে মেসেজ পাঠিয়ে রাখেন যে। “বাসায় ফেরার সময় একটা বেসন নিয়ে আসিস”

কিন্তু ছেলে ফেরার পথে মায়ের জন্যে নিয়ে আসলো বেনসন।আর এতেই ক্ষেপে গেলেন মা। ঝাড়ু দিয়ে আচ্ছামতো পেটালেন বদ ছেলেকে।

ছেলে অবশ্য নিজের কাঁধে দায়ভার চাপায় নি। বলেছে রোজায় ধরেছে আর এডমিনের ট্রোলের শিকার সে।তার কোন দোষ নেই। সব দোষ ফেইসবুক এডমিনের।,



You may also like...