করোনাভাইরাসে আক্রান্ত  নোবেলের বাবা

করোনাভাইরাসে আক্রান্ত  নোবেলের বাবা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পাওয়া গায়ক নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ হয় গায়ক নোবেলের বিয়ের খবর। এই বিষয়ে জানতে নোবেলের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন তার অসুস্থতার খবর।

মোজাফফর হোসেন নান্নু গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করা হলে তার কোভিড-১৯ শনাক্ত হয়। বর্তমানে গোপালগঞ্জের বাসায় পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন নান্নু।তিনি বলেন, ‌‌‘করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর থেকেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। এখন আগের চেয়ে ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

You may also like...