ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ নটরডেম, হলিক্রস ও ভিকারুননিসা কলেজে ভর্তি হতে পারবে না ধূমপায়ী শিক্ষার্থীরা

নটরডেম, হলিক্রস ও ভিকারুননিসা কলেজে ভর্তি হতে পারবে না ধূমপায়ী শিক্ষার্থীরা

একাদশ শ্রেণিতে কোনো ধূমপায়ী শিক্ষার্থী ভর্তি হতে পারবে না বলে জানিয়েছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।

একাদশ শ্রেণিতে কোনো ধূমপায়ী শিক্ষার্থী ভর্তি হতে পারবে না বলে জানিয়েছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।

ভর্তি বিজ্ঞপ্তিতে এই শর্ত জুড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলছে, যে সকল ছাত্র কলেজকর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান করে না ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধুমপান করে, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ২৬০ (ভর্তি প্রক্রিয় বাবদ ২৫৫+বিকাশ চার্জ ৫) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে। আবেদনকরী ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত বিকাশে পেমেন্ট করার সুযোগ পাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজে এসে যোগাযোগ করতে হবে। হেলপ লাইন নম্বর : ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৩৩৩২২৫৩৩ (সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত)।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা : বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00।

এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের অন্য আবেদন করতে পারবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50 , বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50।

লিখিত পরীক্ষার সময় ও কক্ষ : আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৬ মে দৈনিক যুগান্তর পত্রিকায় আবেদনের ID নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর জানিয়ে দেয়া হবে। ১৭ মে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরো জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিট থেকে অনলাইনের মাধ্যমে নটরডেম কলেজের ওয়েবসাইটে http://www.notredamecollege-dhaka.comগিয়ে ভর্তির আবেদন করতে পারছেন ভর্তীচ্ছুরা । আগামী ১৩ মে রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন চলবে।

You may also like...