বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড খুঁজে পাওয়ার জন্য সিঙ্গেলদের জন্য ডেটিং ট্রেনের ব্যবস্থা চিনে!
বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড খুঁজে পাওয়ার জন্য সিঙ্গেলদের জন্য ডেটিং ট্রেনের ব্যবস্থা চিনে!
লাভ এক্সপ্রেস! সিনেমা নয়,এবারে বাস্তবের লাভ এক্সপ্রেস। সিঙ্গেল জীবনযাপনে তিতিবিরক্ত হয়ে পড়া মানুষদের জন্য এবার অভিনব উদ্যোগে এমনই এক এক্সপ্রেস ট্রেন চালু করলো চিন।
যেখানে আলাপচারিতার মাধ্যমে যেকেউ বেছে নিতে পারেন নিজের জীবনসঙ্গী কিংবা জীবনসঙ্গীনী। আর শুধু তাই নয় নির্ভয়ে সেই ট্রেনেই সারতে পারেন তাদের ডেটিং কার্যকলাপ।
চীনের শেংডু রেল কর্তৃপক্ষ ইউথ লিগ অফ চংকিং নামে এক সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে এই লাভ এক্সপ্রেস তৈরি করে। ট্রেনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খেলা এবং খাওয়ার ব্যবস্থাও।
ট্রেনটিকে সকলে ওয়াই ৯৯৯ ‘ভালোবাসা পাওয়ার ট্রেন’ হিসাবে চেনেন। গত তিন বছর ধরে এই ট্রেনটি তার যাত্রীদের অনেক নতুন মানু্ষের সঙ্গে পরিচয় করাতে সহায়তা করেছে।