টিকটকের মোট আয় ৭৫ বিলিয়ন মার্কিন ডলার!
টিকটক একধরনের (music.ly) এপ। সাম্প্রতিক সময়ে এটি বহুল আলোচিত একটি এপ। চীনের “ডায়ইউন” নামের এপটি সারাবিশ্ব জুড়ে টিকটক নামে পরিচিতি পেয়েছে ভিডিও শেয়ারিং এপ হিসেবে।
মানুষ ১৩-১৪ সেকেন্ডের এপ দিয়ে ছোট ছোট ভিডিও সংযুক্ত করতে পারছে এটির মাধ্যমে।
বিশ্বের ৩৪ টি ভাষায় প্রতিদিন ৫০০+ মিলিয়ন মানুষ এটি ব্যবহার করছে। এটি শুধুমাত্র আমেরিকাতেই ৮০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। আর বিশ্বজুড়ে তা ডাউনলোড করা হয়েছে ৮০০ মিলিয়নের অধিকবার(এপল+গুগল স্টোর)।Byte Dance নামক একটি চীনা ডেভলোপার কোম্পানি এটির বাজারজাত করেছে ।
Byte Dance কোম্পানির ডেভলোপার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার জ্যাং ইয়ামিন জানিয়েছেন এটির মোট আয় ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
জ্যাং ইয়ামিন ২০১৩ সালের বিশ্বের Forbesসাময়িকী তে চীনের 30 আণ্ডার 30 জায়গা করে নেন সফল তরুন উদ্যেক্তা হিসেবে।
২০১৯ সালের বিশ্বের বিলিয়নিয়ার তালিকায় তিনি আছেন ৭১ নম্বরে।
গুগল ও ফেইসবুকের পড়েই তার অবস্থান।
-তথ্যসূত্র উইকিপিডিয়া এবং গুগল
আমাদের লিখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের আরো ও অনুপ্রেরণা দিন ।ধন্যবাদ