পড়তে পড়তে বইয়ের পাতা গরম করে ফেলতেছেন বিসিএস পরীক্ষার্থীরা!

রাত পোহালেই বিসিএস পরীক্ষা।পরীক্ষার্থীদের চোখে তাই ঘুম নেই। এতটুকো বিশ্রাম নেই।দিন রাত এক করে চলছে কঠোর সাধনা।

রাতজেগে চলছে পড়াশুনা। রিভিশনের পর রিভিশন। অমুক দেশের তমুক রাজধানীর নাম।মুদ্রার নাম পড়তে পড়তে মুখ দিয়ে ছ্যাবলা বের হয়ে যাচ্ছে তবুও যেন মনে থাকছে না।

এর মধ্যে দেখা দিয়েছে আরেক সমস্যা।কোনটা রেখে কোনটা পড়বো সমস্যা?

বাংলা,ইংরেজী,গণিত,সাধারন জ্ঞান,মানসিক দক্ষতা সহ সকল বিষয়ে রাখতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএস পরীক্ষার্থী জানান,পাগলা কুত্তার মতো পরেও কিছু মনে রাখতে পারছি না ভাই। সব ভুলে যাচ্ছি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ভাই। প্লিজ আমাকে বাঁচান।

উল্লেখ্য কাল বিসিএস পরীক্ষার তিনটি ধাপের প্রথম ধাপ প্রিলিমিনারী স্টেইপ। এটা পেরুতেই পারলেই লিখিত পরীক্ষায় বসা যাবে।

You may also like...