ঢাকাবাসীরা আগুন ছাড়াই এই গরমে সিদ্ধ করতে পারছে ডিম,চাল সহ নানান খাবার!

তাপমাত্রা ভয়াবহ বেড়ে গেছে এই কয়েকদিন ধরে।যার দরুন গ্রীষ্মের তীব্র তাপদহে ঢাকাবাসীসহ সারা দেশের মানুষ ভোগান্তিতে পড়েছে।তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত।

একটু বৃষ্টির জন্যে হ্যাপিতেশ করছে নগরীর সাধারন মানুষ।আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে, এই কয়েকদিনের মধ্যেই দেখা যেতে পারে বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টির। এমনকি কালবৈশাখী আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতর এমন খবর মানতে নারাজ সাধারণ মানুষ।

তবে গরমের প্রকাণ্ড থাবায় ঢাকাবাসীরা যেন বরবারই সবার থেকে একটু এগিয়ে। ইট,কাঠ,লালনীল নিষ্প্রাণ এই দালানের শহরে গরম যেন বেশ ঝাঁকিয়ে বসেছে। কোথাও যাওয়ার তাড়া নেই। এবার গরমে সুবিধে নেওয়া করেছে খোদ ঢাকা বাসীরাই তারা এবার এই গরমকে পুঁজি করে ফায়দা লুটছে।

কোন কিছু সিদ্ধ করতে আর লাগছে না গ্যাস। এমনিতেই সিদ্ধ হয়ে যাচ্ছে চাল। বারান্দায় ভাতের পাতিল রেখে চালসহ দিয়ে পাঁচ মিনিটে হয়ে যাচ্ছে ভাত। এমন খবরে তীব্র খুশির জোয়ার বইছে সমগ্র ঢাকাবাসীর মধ্যে। নান প্রকাশে অনিচ্ছুক একজন গৃহবধূ জানান, ’আগে সকালে ঘুম থেকে উইঠ্যা দেখতাম গ্যাস নাই।এখন আর এই চিন্তা করতে হয় না।রইদে চাল বসায়া রাখলে ভাত রান্দা হইয়া যায়।’

 

You may also like...