সন্ধ্যা থেকে খাটের তলায় সাফা।রিসিভ করছেন না কোন ফোন ও!

অভিনেত্রী সাফা কবির

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বহুল আলোচিত এবং সমালোচিত মডেল ও নাট্যঅভিনেত্রী সাফা কবির।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ২৭ সেকেন্ডের একটি ক্লিপ ভাইরাল হয়। দেখা যায় একটি প্রাইভেট রেডিও স্টেশনের একটি অনুষ্ঠানে তিনি একজন দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে বির্তকের মুখে পড়ে যান।

কথোপকথন গুলো পাঠকের সুবিধার জন্যে দেওয়া হল….

দর্শকঃ আপু আপনি পরকালে বিশ্বাস করেন? করলে আপনার লাইফস্টাইল….. ( ভয়সে একজন থামিয়ে দিয়ে বলেন থাক আর পড়তে হবে না)

সাফা কবিরঃ নাহ আমি পরকালে বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না..উমম… যেটা দেখি না সেটা কখনো ই বিশ্বাস করি না।খুবই ওয়াইর্ড ছিলো। আপনি কি লিখসেন এটা( মৃদ্যু হেসে)

এদিকে এই ঘটনার পর কমেন্টে সাফার চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করে ফেলেছেন উৎসাহী জনতা।লাইক কমেন্টে ভাসিয়ে দিচ্ছে কেউ কেউ।ইচ্ছামতো গালি দিয়ে সাফাকে ধর্মের পথে নিয়ে আসতে চেষ্টা চালাচ্ছেন। নাস্তিক সাফা কবিরের ফাঁসি চাই বলে দেওয়া হচ্ছে শ্লোগান ও।

এদিকে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন এই মডেল। ফেইসবুক ও ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নিজের নিরাপত্তার জন্যে খাটের তলায় আশ্রয় নিয়েছেন সাফা কবির। পরিচিতো ও অপরিচিতো রিসিভ করছেন না কারো ফোন ও!

 

You may also like...