পাবজি খেলে ৪১ লক্ষ টাকা পুরুষ্কার জিতলেন মুম্বাইয়ের চার যুবক!





পাবজি খেলে ৪১ লক্ষ টাকা পুরুষ্কার জিতলেন মুম্বাইয়ের চার যুবক!

যেখানে পাবজি নিয়ে মাথাব্যথার শেষ নেই বাড়ির মা-বাবা, শিক্ষকদের। পাবজি আসক্তির জন্য যেখানে সব জায়গায় ভৎর্সনা এই গেমকে ঘিরে।

সেখানে পাবজি খেলেই বাজিমাৎ করলো মুম্বাইয়ের চার যুবক। পাবজির প্রতিযোগিতায় জেতার দরুণ ৪১ লক্ষ টাকা প্রাইজ মানি পেলেন তারা।

গত ১৪ এবং ১৫ জুলাই নয়া দিল্লিতে PUBG Mobile Club Open 2019 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দেশের বহু প্লেয়ার। সেখান থেকেই জয় ছিনিয়ে নিয়ে আসেন Team Soul নামে সম্মিলিত ভাবে যোগদান করা এই চার যুবক।



এই টুর্নামেন্ট-এ তাদের ঝুলিতে ছিল ৮৬টি Kill, দু’টি চিকেন ডিনার ও ২৫৪ পয়েন্ট-এর সম্মিলিত স্কোর। জেতার দরুণ তাদের পুরস্কার বাবদ দেওয়া হয় ৪১ লক্ষ টাকা। শুধু তাই নয় ভারতের সেরা পাবজি প্লেয়ার হিসেবেও নির্বাচিত হন তারা চারজন।

ভারতজয়ের পরে Team Soul এর পাখির চোখ এখন বার্লিন। আন্তর্জাতিক স্তরে বার্লিনে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলে কোটি টাকার হাতছানি তাদের সামনে। Team Soul এর ক্যাপ্টেন নমন নাথুর ইতিমধ্যেই গোটা দেশের জনপ্রিয় পাবজি প্লেয়ার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে।



You may also like...