HSC পরীক্ষার রুটিন প্রকাশ সামনের সপ্তাহে এই ঘোষণা শোনে চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পরীক্ষার্থীরা!

HSC পরীক্ষার রুটিন প্রকাশ সামনের সপ্তাহে এই ঘোষণা শোনে চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পরীক্ষার্থীরা!

আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক (ভার্চুয়াল) সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমন কথাই জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব করছেন অনেকে। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি তৈরি না করতে আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে এইচ এস সি পরীক্ষার্থীরা পরীক্ষা হবে শোনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। চিন্তায় মাথার উপর বাজ পড়ছে তাদের। ভাত কেন খাচ্ছে না? এমন প্রশ্ন করা হলে

‘একজন পরীক্ষার্থী আমাদের দিকে তেড়ে আসে। তেড়ে আসতে আসতে বলেন ‘ওই মিয়া সব নষ্টের মূল হচ্ছেন আপনারা।

আমরা?

হ্যা আপনারা…..

আপনারা সাম্বাদিকেরা সরকারকে নিউজ করে মনে করায়া দিসেন এইচ এস সি পরীক্ষার কথা। না হলে সরকারের কি মনে রাখতো!

বলে তিনি ভাতের থালা আমাদের দিকে ছুড়ে মেরে বলেন

‘নেন ভাত আপনারা-ই খান’

নাম প্রকাশে অনিচ্ছুক এই পরীক্ষার্থী জানিয়েছেন, এইচ এস সি পরীক্ষা বাতিল না হলে আমরণ অনশনে বসবেন তিনি।

 

 

You may also like...