বিউপি প্রাইভেট নাকি পাবলিক এটা নিয়ে দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ আহত দেড় শতাধিক

সম্প্রতি ‘সেমিস্টার ফাইনাল ছাড়াই গ্রেড দিবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়’ এমন এক খবরের কমেন্টবক্সে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীর কমেন্টযুদ্ধ হয়। অতঃপর ফেসবুকের চিরায়ত নিয়ম অনুযায়ী কমেন্টবক্সের কমেন্ট-দাঙ্গা ছড়িয়ে পড়ে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ট্যাটাসে স্ট্যাটাসে। একসময় যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ে পুরো ফেসবুকেই।

private public (2)

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এমন যুদ্ধাবস্থায় বেশ বিপাকে পড়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)।

এদিকে বিউপি প্রাইভেট নাকি পাবলিক এটা নিয়ে দুপক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়ে কমেন্টবক্সে আহত দেড় শতাধিক।এবং ব্লকের ঘটনা ঘটেছে।

 

You may also like...