ঘুম থেকে উঠে পিশাব করার সময় পিশাবের রঙ হলুদ দেখে জুনায়েদ বুঝতে পারলো বসন্ত এসে গেছে!




জুনায়েদ ঘুম থেকে উঠে ফেইসবুকে ঢুকে সেলিব্রেটি আরিফ আর হোসাইন এর বসন্ত নিয়ে একটি স্ট্যাটাস পড়েছিল। তিনি লিখেছেন

ভাই, বসন্ত তিন প্রকার;

● গুটি-বসন্ত
● জল-বসন্ত
● চৈত্র -বসন্ত

আপনি উল্লেখিত কোনটা নিয়ে হাউকাউ করছেন, ডিটেইলে লেখবেন প্লিজ

… হোমপেইজে এজন স্ট্যাটাস দিয়েছে, “সকালে উঠে দেখি বসন্ত এসে গেছে… শরীর শিহরিত”

সেখানে আবার একজন ডাক্তার কমেন্টে করেছে; ‘করোনা ভাইরাসের সিজনে পক্স মোটেও ভালো লক্ষণ নয়… বেশী করে ডাবের পান খাবেন। গেট ওয়েল শুন’




সুতরাং, কথা হবে ক্লিয়ারর;

/মন মাতানো মহুয়ায়
রঙ্গিণী বিভোর নেশা
কোন আকাশে নিয়ে যায়/

… সবাইকে শুভেচ্ছা, ফাগুনেরও মোহনায়

কিন্তু জুনায়েদ স্ট্যাটাস পড়ছিল আর খিলখিল করে হাসছিল। সে বসন্ত টসন্ত একদম বিশ্বাস করে না।এসব হলো ব্যবসায়ীদের টাকা কামানোর ধান্দা। ছোটবেলায় একবার গুটি বসন্ত তার শরীরে কয়েকদিনের জন্যে স্থায়ী হয়েছিল। গুটি বসন্ত অবিশ্বাসী জুনায়েদের বিশ্বাস মনে আংশিক বিশ্বাস স্থাপন করতে পারলেও পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে পারে নি।

কিন্তু হঠাত ই আজ ঘুম থেকে উঠে ওয়াশরুমে পিশাব করতে গিয়ে আঁতকে উঠে বসন্তে অবিশ্বাসী জুনায়েদ।পিশাব করতে গিয়ে দেখে পিশাবের রঙ ঘোর হলুদ বর্নের। যেহেতু বসন্তের রঙ হলুদ। তাই জুনায়েদ বুঝে ফেলে দুইয়ে দুইয়ে মিলে চার। প্রকৃতিতে বসন্ত না আসলেও জুনায়েদের শরীরে চলে এসেছে বসন্ত। তা দেখা যাচ্ছে তার পিশাবে।


You may also like...