রূপপুর প্রকল্পের জন্যে অনেক কম দামেই কিনতে পারছে বালিশ।সিঙ্গাপুর,আমেরিকায় এর দাম দেখুন!
সুঁই টানার জন্য হাতি ভাড়া করার মতো ঘটনা ঘটেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে। এই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য সেখানে নির্মিত ভবনে আসবাবপত্র কেনা ও ফ্ল্যাটে তোলার ক্ষেত্রে ঘটেছে অস্বাভাবিক এ ঘটনা। কেজিখানেক ওজনের একটি বৈদ্যুতিক কেটলি কিংবা জামা-কাপড় ইস্ত্রি করার কাজে ব্যবহৃত প্রতিটি ইলেক্ট্রিক আয়রন নিচ থেকে ফ্ল্যাটে তুলতেই নাকি খরচ হয়েছে প্রায় তিন হাজার টাকা। প্রতিটি শোবার বালিশ ভবনে ওঠাতে খরচ দেখানো হয়েছে প্রায় হাজার টাকা করে। আর একেকটি ওয়াশিং মেশিন ওঠাতে খরচ দেখানো হয়েছে ৩০ হাজার টাকারও বেশি। এভাবে ওয়াশিং মেশিনসহ অন্তত ৫০টি পণ্য ওঠাতে খরচ দেখানো হয়েছে ক্রয়মূল্যের প্রায় অর্ধেক, কোনো কোনোটিতে ৭৫ শতাংশ। সব মিলে ২০ তলা ওই ভবনটির আসবাবপত্র কেনা ও ফ্ল্যাটে উঠাতে ব্যয় হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ২৯২ টাকা। খবর: দেশ রূপান্তর ডটকম।
রূপপুর পারমানবিক কেন্দ্রে একটি বালিশের মূল্য নির্ধারন করা হয়েছে ৫৯৫৭৳ যা ডলারে রূপান্তর করলে আসে মাত্র ৭১$ ডলার।প্রকল্পের নেতাদের ভাষ্যমতে যা পাওয়া যাচ্ছে খুবই সস্তা মূল্যে। কিন্তু বাংলাদেশীরা এটি নিয়ে অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্ম মাতিয়ে তুলেছে। সুখের কথা হলো ইংল্যান্ড আমেরিকায় এই বালিশের মূল্য ৩০০$ ডলার থেকে সর্বনিম্ন ১০০$ ঠেকেছে।তাই এতো মূল্য দিয়ে বালিশ কিনে দারুন আশাবাদী এই প্রকল্পের নেতারা।
একজন পাতি নেতার সাথে বালিশের এত দাম কেন জানতে চাইলে তিনি আমাদের জানান, “ধুর মিয়া আপনেরা দেখি বালিশ বালিশ কইরা মইরা যাবেন। শইল্যে এতো কারেন্ট কেন আপনাদের। একটু খোঁজ নিয়ে দেখুন না উন্নত বিশ্বে বালিশের কেমন দাম।বাংলাদেশ কি এখন আগের মতো আছে নাকি? বাংলাদেশ এখন সিঙ্গাপুর, কানাডা,আমেরিকা হইয়া গেসে। তাই বালিশের দাম সামান্য বেশী।
আরে মিয়া অনলাইন মার্কেটে একটা বালিশের দাম জানেন কতো? ভাগ্য ভালো আমরা খুব সস্তায় কিনেছি। ৩০০ ডলারের বালিশ কিনেছি ৭১ ডলারে। তবুও বলুন দুর্নীতি। আপনারা কবে মানুষ হবেন বলুন তো?”
পরে অনলাইন মার্কেট ঘুরে জানা যায় আসলেই ৩০০ ডলারে বিক্রি হচ্ছে এক একটি ছোট সাইজের বালিশ। তবে বালিশ শিল্পে বাংলাদেশে দেখা দিয়েছে অপার সম্ভবনা।বিদেশে বালিশ রপ্তানি করে অনেকে আশার মুখ দেখতে চাইসে। এছাড়া দেশে পর্যটন স্পট গড়ে তুলতে সরকারের প্রতি অনুরোধ করেছেন প্রকল্পের নেতারা।