‘বয়কট আড়ং’ লিখে পোস্ট দেওয়ায় ব্র‍্যাকে পড়ুয়া GF ব্রেক-আপ করলো NSU’র BFকে!





এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়িয়ে ৭৩০ টাকার পাঞ্জাবি ১৩০৭ টাকায় বিক্রির অভিযোগে জনপ্রিয় ব্র্যান্ড আড়ংয়ের উত্তরা ফ্ল্যাগশিপ স্টোরকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।-প্রথম আলো

এই খবরটি ৩ জুনের। আর ঠিক ২৪ ঘন্টার পর ঘটে ভয়ানক এক ঘটনা।

আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষের উপ-পরিচালক পদ থেকে বদলি করে তাকে সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।



জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে সোমবার (৩ জুন) এ বদলির আদেশ দেয়া হয়।-জাগো নিউজ

শাহরিয়ার এমনি বদলির এই ঘটনার পর থেকে ঘৃনায় ফুঁসে উঠে চারদিক।চাওয়া হয় সঠিক বিচার। আড়ং এর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

চারদিক থেকে আসতে থাকে নানান ঘৃনা সংক্রান্ত পোস্ট। আড়ং এর পন্য বর্জনের ডাক দেন দেশের সর্বস্তরের মানুষজন

নিজেদের ফেইসবুক পোস্টে ‘বয়কট আড়ং’ লিখে পোস্ট দেন কেউ কেউ! নিন্দার ঝড়ে গা ভাসাতে ভুলে নি কামরান ও।

তেমনি দিয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ুয়া কামরান হাসিব। কিন্তু সেটি যেন তার কপাল পুড়লো। এই পোস্ট দেখে তার প্রেমিকা তার সাথে ব্রেক-আপ করে ফেললো।

আজকাল ব্রেক-আপ করার কারন তেমন না লাগলে ও একটা ইস্যু লাগে। আর বয়কট আড়ং যেন সেই ইস্যু হয়ে দাঁড়াল।



ব্রেকাপের পর কামরান জানান, ভাই আমি ভুলে গিয়েছিলাম আমার একটা ব্র‍্যাকে পড়ুয়া প্রেমিকা আছে। আর সে এই পোস্ট দেখবে। তাকে নিয়ে যেমন কিছু বলা যায় তার ইনস্টিটিউটিশন নিয়ে কিছু বলা যাবে না এটা আমি একদম ই জানতাম না। বয়কট আড়ং লিখে আমি প্রতিবাদ জানালাম আর এই কারনে সে আমার সাথে ব্রেক-আপ করে আমাকে ফেলে চলে গেল।

জানার আগে বলে গেল, আমি ১৩ হাজার টাকা দিয়ে আড়ং থেকে একটা ড্রেস কিনেছি ঈদে।আমার বাবা এতো এতো টাকা দিয়ে আমাকে ব্র‍্যাকে পড়াচ্ছেন। আর আজ তুমি ব্র‍্যাক কে খোঁচা মেরে ফেবুতে স্ট্যাটাস ফলাও। তার মানে তুমি আমাকে বয়কট করতে চাচ্ছো। আমি তো আকারে ইঙ্গিতে সব বুঝি। তুমি তোমার রাস্তা মাপো।আমি আমার রাস্তা মাপি। বাই

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ব্র‍্যাকে গার্লফ্রেন্ড ওয়ালারা অনেকে ভয়ে আছেন কেউ ই আর বয়কট আড়ং লিখে স্ট্যাটাস দিতে চাচ্ছেন না।



You may also like...