এই বছর নেটফ্লিক্সের পাশাপাশি বিটিভিতেও দেখা যাবে গেম অফ থ্রোনস!


তুমুল জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেইম অফ থ্রোনস।এই ধারাবাহিকটি ২০১১ সালের ১৭ই এপ্রিল এইচবিও চ্যানেলে প্রথম প্রচারিত হয় এবং এর সপ্তম মৌসুম শেষ হয় ২৭শে আগস্ট ২০১৭।

ধারাবাহিকটি অষ্টম মৌসুম ২০১৯ সালের ১৪ই এপ্রিল শুরু হবে এবং এই মৌসুম দিয়ে ধারাবাহিকটি শেষ হবে।আর এই মৌসুম টি দিয়েই ইতি টানছে জনপ্রিয় এই সিরিজ।

         গেম অফ থ্রোনস সিজন ৮ এর একটি দৃশ্য 

গেম অফ থ্রোনস তাদের এই আট বছরের যাত্রাকে স্মরণীয় করতে নিতে যাচ্ছে এক অভাবনীয় সিদ্ধান্ত।তারা সিজন আট টেলিকাস্ট করার জন্যে পৃথিবীর অনেক টেলিভিশনের মাঝে বিটিভিকে বেছে নিয়েছে।

‘উইন্টার ইজ কামিং’ এবারের যাত্রা গ্রীষ্মঋতুর এই বঙ্গ দেশে।বাংলা ভাষাভাষীদের জন্যে বাংলা ডাবিং করে প্রচার করা হবে পৃথিবীর বহুল জনপ্রিয় এই টেলিভিশন সিরিজ টি।

বিটিভিকে বেছে নেওয়ার পেছনে তাদের যুক্তি ‘ বিটিভি শান্তিপ্রিয় চ্যানেল।এখানে শুধু উন্নয়ন আর উন্নয়ন। বিটিভি দর্শকরা পৃথিবীর সেরা দর্শক। তাই তাদের জন্যে এই উপহার’

শেষ মূহুর্তে এইচবিওর সাথে চুক্তি বাতিল করে এই বছর চুক্তি করেছে বিটিভির সাথে।

তারা এ বছর নেটফ্লিক্সের পাশাপাশি বিটিভি তে টেলিকাস্ট করার জন্যে আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দেয়। বিটিভি কর্তৃপক্ষ তাদের আবেদন আমলে নিয়ে সম্প্রচারের অনুমতি দেয়।সবকিছুই হয় লোকচক্ষুর আড়ালে গোপনে মেইল চালাচালির মাধ্যমে।

এদিকে ঘটনার সত্যতা জানতে বিটিভি জনৈক বার্তাপ্রধানকে জিজ্ঞাসা করায় তিনি দরাজ গলায় জানান, ’পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশবাসির জন্যে এটি আমাদের উপহার।তারা বলে
আমরা নাকি খালি বাতাবি লেবুর ফলন দেখাই। এটা সম্পর্ন ভুল এবং গুজব।তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছে গেম অফ থ্রোনস দেখানোর। যাতে তরুন প্রজন্ম আমাদের নিয়ে ট্রোল করতে না পারে। তারা দেখুক বিটিভি কত উন্নত!

আর বিটিভি এখন সারা পৃথিবীর কাছে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল।আমাদের টি আর পি( টেলিভিশন রেটিং পয়েন্ট) হাই! আমাদের অতি শীঘ্রই পে চ্যানেলে রূপান্তর করব। মানুষ টাকা দিয়ে বিটিভি দেখবে।’

জনৈক বার্তা প্রধানের কাছে গেম অফ থ্রোনস সিরিজ ই কেন বেছে নিলেন এমন প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি ক্ষেপে যান।

তিনি ক্ষেপে গিয়ে উত্তর দেন ‘ বুঝো না দুদু খাও নাকি? গেম অফ থ্রোনস একটি পারিবারিক সিরিজ।এটি পারিবারিক শান্তির বার্তা বহন করে।পরিবারের সবাইকে নিয়ে দেখার মতোই একটি সিরিজ।

এই দ্যাশে স্টার জলসা,জি বাংলা ঢুইকা তো পারিবারিক বন্ধন নষ্ট করে দিচ্ছে তাদের জন্যে গেম অফ থ্রোনস এক অনন্য উদাহারন। ভাই বোনের কতো মধুর সম্পর্ক পিতা-কন্যার আর মাতা-পুত্রের এমন কেমেস্ট্রি কোথায় পাবে?’

বিটিভিতে গেইম অফ থ্রোনস প্রর্দশন আশাবাদী উপন্যাসটির রচিয়তা জর্জ আর আর মার্টিন। পরিচালক ডেবিড বেনিওয়েফ ও ডি.বি. ওয়েস বলেন ‘আমাদের সারাজীবনের স্বপ্ন আমার এই গেম অফ থ্রোনস বিটিভি একদিন দেখাবে। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন আমি মরে গেলেও আপত্তি নেই।’

ছবি: Bengali Sarcasm

You may also like...