গোসলের ভয়ে বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গেল বর!




শাস্ত্রে আছে ‘মেয়েদের বয়স আর ছেলেদের গোসল নিয়ে প্রশ্ন করাটা রীতিমতো অভদ্রতা’। কিন্তু এই অভদ্র কাজটি করেন আমাদের চারপাশের ভদ্র লোকেরা।তারা কাজটি করে যথেষ্ট মজা ও পান বলে তাদের ধারণা।

ইতোমধ্যে বাংলাদেশে ঝেকে বসেছে শীত। শীতের প্রকোপে নাঝেহাল অবস্থা।গোসল থেকে প্যারা থেকে বাচতে অনেকে নানান পদক্ষেপ গ্রহন করেছেন। কেউ কেউ আবার গোসল মানবজাতির জন্যে হুমকি এরকম মতামত ও দিচ্ছেন।আবার কেউ কেউ কয়দিন গোসল না করে থাকা যায় এই বিষয়ে চালাচ্ছেন নানাবিধ এক্সপেরিমেন্ট।গিনিসবুক নাম ঊঠাতে অনেকে গোসলহীন রাতদিন পার করছেন।

এবার গোসল করার ভয়ে বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গেল বর। ঘটনাটি শুনতে একটু অবাক করা হলেও আসলে সত্য। এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের কলিকাসুন্দর গ্রামে।প্রতিবছরকার মতো এবারো তীব্র শীত পড়েছে দেশের উত্তরাঞ্চলে। আর এই উত্তরাঞ্চলে এ নিয়ে কষ্টের যেন সীমা নেই।উত্তরাঞ্চলের অন্যতম জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বেশী হওয়ায় মানুষ নানান কষ্টে দিন কাটাচ্ছেন। তার মধ্যে বিয়ের নাম শুনলে ছেলেদের গাছে উঠার অবস্থা।



তবে জানা যায় পালিয়ে যাওয়া পাত্রের নাম নিতাই ভৌমিক। তার বিয়ে ঠিক হয় পাশের গ্রামের কুহু সরকারের সাথে। সবকিছু ঠিক হলেও শেষমেশ পালিয়ে যায় নিতাই। গোসলের ভয়ে পালিয়ে গেলেও ঘটনা অন্য। একজন প্রত্যক্ষদর্শী আমাদের জানান, হ্যা শুনেছি নিতাই স্নানের ভয়ে পালিয়ে গেছে। কিন্তু আমার কাছে খবর আছে সে অন্য কোথাও প্রেম করতো। তাই বিয়ে করতে চাই নি’

নিতায়ের বাবা সুবীর ভৌমিক আমাদের জানান,আমার ছেলে নিতায়ের নামে যা রটাচ্ছে সব ভুল। আমার ছেলে গোসল করতে চাইতো না।সে পানি ভয় পেত। সে খালি বলতো “বাবা আমায় বিয়ে দিয়ো না। আমি শীতের সোদনে মারা যাবো 
গত ২০ দিন ধরে সে পানি পর্যন্ত ছু নি। হাগা মুতা সব করেছে টিসু দিয়ে। বিয়ে দেবো তাই ধরে বেধে গোসল নিয়ে যাই এমন সময় সে রশি ছিড়ে পালিয়ে যায়।

নিতাইয়ের নামে থানায় জিডি হয়েছে। তার খোজ পেলে জানানোর অনুরোধ করছেন তার বাবা।


You may also like...