রোমেন রায়হানের ছড়া “যাঁর খুশি বসে যাক ভারতের আসনে”
যাঁর খুশি বসে যাক ভারতের আসনে
রোমেন রায়হান
বসে বসে ভাত খাই
ঝোল বেশি সালুনে
মা বলেন, আহা বাছা
একখানা আলু নে।
খাওয়া নিয়ে ভুলে আছি
আর শুনি ওদিকে
ফুলে ফুলে ঢাকা শেষ
ভোটে জেতা মোদীকে!
রাহুলের আহাজারি
কবে পাব ক্ষমতা!
মুখ ভার করে আছে
চনমনে মমতা।
বামেদের গালে হাত
সাবধানে, যতনে
অবশেষে প্রিয় লাল
দূর্গের পতনে।
যাঁর খুশি বসে যাক
ভারতের আসনে
আমি বাপু নাই কারো
বিপ্লবী ভাষণে।
যা হবার হয়ে যাক
মোদীদের তালুকে
আমার তো খোঁজা লাগে
ঝোলে ডোবা আলুকে!
২৩/৫/২০১৯
কার্টুনঃ Mehedi Haque