ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় আফ্রিদিকে ‘আনফ্রেন্ড’ করলেন হরভজন

ছবিতে হাহা রিয়েক্ট দেয়ায় আফ্রিদিকে ‘আনফ্রেন্ড’ করলেন হরভজন

আফ্রিদি মোটেও আর আমার বন্ধু নয়। রোববার এমন মন্তব্য করলেন হরভজন সিং। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ভারত-বিরোধী মন্তব্য করেন সাবেক ওই পাকিস্তানি ক্রিকেটার। সেই মন্তব্য ভাইরাল হতেই আফ্রিদির বিরুদ্ধে সরব হয়েছিলেন হরভজন সিং।

জানা গেছে, পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সেনাবাহিনী ও স্থানীয়দের সঙ্গে কথা শহীদ আফ্রিদি। ভারত-বিরোধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-বিরোধী মন্তব্যও করেন তিনি। সীমান্তের ওপারে করা আফ্রিদির এই মন্তব্য ফাঁস হওয়ার পর থেকেই এপারে তার বন্ধুরা ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রথমে গৌতম গম্ভীর আর এবার হরভজন সিং। রোববার দুপুরে করা এক ইনস্টাগ্রাম লাইভে ভারতীয় ক্রিকেটের টার্বুনেটর বলেন, আমি শুনে খুব ব্যাথিত যে শহীদ আফ্রিদি ভারত-বিরোধী মন্তব্য করেছেন। এখন থেকে ওকে আর পাত্তা দেওয়া হবে না। ও মোটেই আমার আর বন্ধু নয়। আমি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী পাকিস্তান আর আফ্রিদিকে করোনার জন্য অনুদান দিতে আবেদন করেছিলাম। আশা করব যুবরাজও ক্ষমা চাইবেন।

স্পোর্টস তকের সঙ্গে করা এই ইনস্টাগ্রাম সেশনে এদিন হরভজন সিং যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন। দিন কয়েক আগে আফ্রিদির আবেদনে সাড়া দিয়ে করোনা সংক্রমণে পাকিস্তানকে অনুদানের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন হরভজন।

একই উদ্যোগ নিতে দেখা গিয়েছিল যুবরাজ সিংকেও। কিন্তু আফ্রিদির ভারত-বিরোধী মনোভাবে এপারের তার বন্ধুরা যে যথেষ্ট অসন্তুষ্ট, তা গম্ভীর আর হরভজনের মন্তব্য থেকেই স্পষ্ট। সূত্র: এনডিটিভি।

You may also like...