আওয়ামী লীগ কর্মীর স্ত্রী নিয়ে বিএনপি নেতা নিরুদ্দেশ

আওয়ামী লীগ কর্মীর স্ত্রী নিয়ে বিএনপি নেতা নিরুদ্দেশ

রাজশাহীর তানোরে আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। পরকীয়া প্রেমের জেরে গত ১৫ মে দিবাগত রাতে ঘর ছাড়েন তারা। এরপর থেকে তাদের আর হদিস মেলেনি।

ওই বিএনপি নেতা হলেন তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

ওই গৃহবধূ উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী আলু ব্যবসায়ী এবং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী।

ওই গৃহবধূর স্বামীর দাবি, ঘরছাড়ার সময় তার স্ত্রী আলু বিক্রির ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন। এনিয়ে রোববার (৩১ মে) তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মমিনের পরকীয়া চলছিল দীর্ঘদিন ধরেই। এরই জেরে ১৫ মে দিবাগত রাতে তারা নিরুদ্দেশ হন

You may also like...