কুরিয়ারের ভ্যানে করে বাড়ি ফেরার সময় পাদের গন্ধে অজ্ঞান ২০জন



প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে বন্ধ হচ্ছে সব ধরনের গণপরিবহন। এরই মধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। মানুষজনকে ঘরবন্দি করতে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক টিম।

তারপরও ঠেকানো যাচ্ছে না রাজধানী ছেড়ে আসা মানুষের স্রোত। বাস-ট্রেন না পেয়ে বুধবার বিকেলে পার্সেল সেবাদানকারী প্রতিষ্ঠান আহমেদ কুরিয়ারের ভ্যানে চেপে রাজশাহী ফিরেছে মানুষ। এ কাণ্ডে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।



কিন্তু এখানে ঘটে গেছে আরেক ঘটনা কুরিয়ারে ভ্যান করে বাড়ি ফেরার সময় পাদের বিকট গন্ধে অজ্ঞান হয়ে যায় ২০ জন। কে পাদ করেছে এটা কেউ স্বীকার করে নি।

এ কাণ্ডে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লসমী চাকমা এ দণ্ড দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ পার্সেল সার্ভিসের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়



You may also like...