ErrorException Message: Argument 2 passed to WP_Translation_Controller::load_file() must be of the type string, null given, called in /home/bengalis/public_html/wp-includes/l10n.php on line 838
https://www.bengalisarcasm.com/wp-content/plugins/dmca-badge/libraries/sidecar/classes/ গরুর মাংসে হাড় বেশী দেওয়ায় দু'পক্ষের সংঘর্ষ আহত ২০!

গরুর মাংসে হাড় বেশী দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ আহত ২০!

গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি। অবশেষে সেই ঝামেলাকে কেন্দ্র করেই হাতাহাতি লাগে দুই গ্রামের মধ্যে। ঘটনায় আহত হন ২০ জন।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়। ওপার বাংলার এক দৈনীক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ৭ জুন শুক্রবার গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

সূত্র মতে, সরাইল থানার ভারপ্রাপ্ত ওসি মফিজ উদ্দিন বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান যে, সকালবেলা খাঁটিহাতা বিশ্বরোড মোড় বাজারে মাংস কিনতে যান ধন মিয়া। তার গরুর মাংসে হাড় বেশি থাকায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি চলে।

পরে তা সংঘর্ষের রূপ নিলে ২০ জন আহত হন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় না জানা গেলেও তাদের সদর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তথ্যসূত্র :somoy news

You may also like...