মদ খেয়ে এসে ক্লাসে অঘোরে ঘুম মাতাল শিক্ষকের!

মদ খেয়ে এসে ক্লাসে অঘোরে ঘুম মাতাল শিক্ষকের।

পড়াতে পড়াতে ঝিমুনিতে অনেক শিক্ষককেই ক্লাসে ঘুমোতে দেখা যায়। বিশেষত স্কুল জীবনে এমন ঘটনার স্বাক্ষী থেকেছি আমরা অনেকেই। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে এমনই এক চিত্র। তবে এবারে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি মদ্যপ অবস্থায় থাকার দরুণ ক্লাসে এসে ঘুমিয়ে গেছিলেন।

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলার তুরাংখর প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম অজয়দান মিঞ্জ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় যে, ক্লাসে এসেই অঘোরে নিদ্রায় চলে যান এই শিক্ষক।

ক্লাসের ছাত্রছাত্রীরা অনেক ডাকাডাকি করলেও তাতে হুঁশ ফেরেনা শিক্ষকের। অবশেষে স্থানীয় লোকজন এসে ডাকাডাকি করতে হুঁশ ফেরে শিক্ষকের। ঘুম ভাঙার পর মদ্যপানের ব্যাপারটি সম্পূর্ণভাবে অস্বীকার করেন তিনি।

অন্যদিকে এই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিক বলরাম ধ্রুব বলেন যে, “ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের রিপোর্ট এলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Bengali Sarcasm Desk

এই ডেস্কে কখন কে বসে তার কোন ঠিক ঠিকানা নেই!

You may also like...