পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ অবিবাহিতা মহিলারারই, বলছে সমীক্ষা!





বয়স বাড়লে যতই বিয়ের জন্য চাপ আসুক না কেন! সেসব উপেক্ষা করে আজীবন অবিবাহিতা থাকতে পারলেই জীবনের আসল সুখলব্ধি বলছে সমীক্ষা।

আগের তুলনায় মেয়েরা এখন যথেষ্ট সাবলম্বী। বিয়েরও ব্যাতিক্রম হিসেবে অনেকের পছন্দ লিভ ইনও। কিন্তু সমীক্ষা বলছে অন্যকথা না লিভ ইন না বিয়ে একা থাক সিঙ্গেল মহিলারাই নাকি জীবনে সবচেয়ে বেশি খুশি।

গত ২৫ শে হে ফেস্টিভালের এক বক্তৃতায় লন্ডন স্কুল অফ ইকোনমিকসের একজন অধ্যাপক বলেন জীবনে প্রকৃত সুখী স্বামী-সন্তানহীন মহিলারাই।

বিবাহিতারা সুখের ক্ষেত্রে তার সঙ্গীর উপর নির্ভরশীল তবে অবিবাহিতাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। শুধু তাই নয় সংসারি মহিলাদের তুলনায় অবিবাহিতাদের আয়ুও অনেক বেশি হয় বলে জানান তিনি।

অন্যদিকে তাঁর মতে বিয়ে করে প্রকৃতভাবে উপকৃত হন পুরুষরা। কারণ এতে তাদের জীবনে ঝুঁকি কমে ও স্থবিরতা আসে। আর আগের অনেক সমীক্ষা বলেছে অবিবাহিতা নারীরা বেশি সমাজমুখী হন।

তাদের ক্ষেত্রে অন্যের সাথে মেলামেশার প্রবণতাটা অনেকটাই বেশি হয় বিবাহিত মহিলাদের থেকে।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিদ এরিক ক্লিনেনবার্থের গবেষণা অনুযায়ী অবিবাহিতারা অনেক বেশি মেলামেশা করতে পছন্দ করেন বিবাহিতাদের থেকে।



You may also like...