রাজধানীবাসীরা এখন চাইলেই সহজেই ট্যুর দিয়ে আসতে পারেন বসুন্ধরা আটা আর বসুন্ধরা সয়াবিন তেল থেকে!

প্রতিনিয়ত সবকিছু বদলে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে রাজধানী ঢাকার এলাকা গুলো। ঢাকার রাস্তার আদোপ্যান্ত সহ এখন সম্পূর্ণ বদলে যাচ্ছে। নতুন নামে নতুন ধামে সাজছে তারা।

এই বদলে যাওয়া আপনার চোখে পড়বে রাজউক কুড়িল ফ্লাইওভাররের সামনে দাড়ালেই। রাজউক কুড়িল ফ্লাইওভারের সামনে সাইনবোর্ড দেখা মিলবে বদলানোর এসব চিহ্ন।

এই যেমন উত্তরার পাশে জন্ম নিয়েছে ঢাকা বাসীর ট্যুরের জন্যে নতুন স্থান বসুন্ধরা আটা ও বসুন্ধরা সয়াবিন তেল।নতুন জন্ম হওয়া এসব এলাকাগুলোতে যাওয়ার জন্যে ট্যুরিস্টরা উপচে পড়ছে।তাদের ভ্রমণের হিড়িক দেখে আন্দাজ করা যাচ্ছে কতোটা জনপ্রিয় পাচ্ছে ঢাকার বুকে সদ্য জন্ম নেওয়া এসব এলাকা।

ঢাকার বুকে সদ্য জন্ম নেওয়া এসব এলাকা একদিক দিয়ে ভালোই হলো। আমরা ঢাকাবাসীরা প্রতিনিয়ত ট্যুরের জন্যে হাসফাশ করতে থাকি। কিন্তু ঢাকায় টাকা উড়লেও সময় উড়ে না বলে অনেকেই ঢাকার বাইরে বের হতে পারেন না।তাদের জন্যে এটি একটি প্রশান্তির সংবাদ বয়ে আনতে পারে।

এদিকে জানা যায় বিদেশের অনেক পর্যটক ভীড় করেছে এসব এলাকায়।

You may also like...